বিনয়াচার্য্য বংশদীপ মহাস্থবির মহোদয়ের ১৪১তম জন্মবার্ষিকী উদযাপন
আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি: শুক্রবার উপমহাদেশের প্রখ্যাত সাংঘিক ব্যক্তিত্ব,সুপন্ডিত, কর্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের প্রাক্তন অধ্যক্ষ পরমপূজ্য বিনয়াচার্য্য বংশদীপ মহাস্থবির মহোদয়ের ১৪১তম জন্মবার্ষিকী বংশদীপ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে কর্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহার প্রাঙ্গনে নানান কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে।
অনুষ্ঠানসূচি :-
সকাল ৯:০০ ঘটিকায় পুস্প পূজা ও বুদ্ধ পূজা।
সকাল ১০.০০ ঘটিকায় অষ্ট উপকরণ সহ সংঘদান।
সকাল ১০.০০ ঘটিকায় অষ্ট উপকরণ সহ সংঘদান।
কোন মন্তব্য নেই