কর্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারে ১০দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মসূচি শুরু
ছবি - ভাবনা চলাকালীন মুহূর্ত। |
পরমপূজ্য বিনয়াচার্য বংশদীপ মহাস্থবিরের ৫১তম স্মৃতিবার্ষিকী ২২শে ফাল্গুন উপলক্ষ্যে বংশদীপ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে কর্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারে আজ থেকে শুরু হলো ১০দিন ব্যাপী বিদর্শন ভাবনা অনুশীলন। এই বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করবেন কর্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের উপাধাক্ষ্য পরমপূজ্য ভদন্ত উ. প ঞ্ঞা তিলোক মহাথেরো। এছাড়াও উক্ত কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন কর্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারের আজীবন অধ্যক্ষ কর্মবীর ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির মহোদয়।
উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান রয়েছে।
এবারের বিদর্শন ভাবনা অনুশীলন ২৫ফেব্রুয়ারী ভোর ৫টা থেকে ০৬ মার্চ সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলমান থাকবে। ০৬ তারিখ সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের বিদর্শন ভাবনা অনুশীলনের সমাপ্তি হবে।
কোন মন্তব্য নেই